রংপুরে আসক ফাউন্ডেশন ও মায়েরদোয়া আয়রন স্টোরের যৌথ উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ ।
রংপুর ব্যুরো
রংপুর নগরীর ২৬নং ওয়ার্ড স্টেশন রোড ঠিকাদার পাড়া মোড়ের পাশে আন্তর্জাতিক মানবতা সংস্থা( আসক) ফাউন্ডেশন ও মেসার্স মায়ের দোয়া আয়রণ ষ্টোরের যৌথ উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণের সময় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসক)ফাউন্ডেশনের সভাপতি এজাজ আহম্মেদ বলেন, দেশের করোনা পরিস্থিতি মোকাবেলায় করোনা যুদ্ধে অংশ গ্রহণকারী সাংবাদিকদের প্রতিনিয়তই জীবনের ঝুঁকি নিয়ে মানবতার সেবায় দেশ ও জাতিকে সব প্রান্তের খবর পৌঁছে দেয়। করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য সব কিছু যখন লকডাউন।
তখন দেশ ও দেশের মানুষের অর্থনৈতিক অবস্থা খুবেই খারাপ। এ অবস্থায় করোনা যুদ্ধে অংশ গ্রহণকারী সাংবাদিকদের মাঝে চাল ২ ধরনের ,চিনি,তেল, সবান ছোট ও বড় সহায়তা প্রদান করছি। এই ভাবে সবাই কে করোনার মহামারিতে সরকারের পাশাপাশি নিজ নিজ উদ্যোগে এগিয়ে আসতে হবে বলে তিনি
অভিমত ব্যাক্ত করেন।
মেসার্স মায়ের দোয়া আয়রন ষ্টোরের স্বত্বাধিকার হাসান আলী বলেন, দিন দিন করোনা সংক্রমণ যে ভাবে বৃদ্ধির পাচ্ছে। তার সঙ্গে সঙ্গে প্রতিদিন মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে। দেশের করোনার সঙ্গে জীবন বাজি রাখে যারা যুদ্ধ করে দেশের সব ধরনের ঘটনাকে মিডিয়ার সামনে তুলে ধরছেন। সেই সাহসী যোদ্ধা সাংবাদিকদের ঈদ উপলক্ষে উপহার সামগ্রী দেওয়াতে আমি নিজেকে ধন্য মনে করছি।
এ সময় আরো উপস্থিত ছিলেন, দৈনিক নতুন স্বপ্ন পত্রিকার সম্পাদক আব্দুল আজিজ চৌধুরী সাঈদ, হাসান আলী বড় ছেলে মেরাজুল ইসলাম, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসক) ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বেলাল হোসেন বাবু, সমবায় অফিসার,পীরগাছা, রংপুর মিজানুর রহমান, ফ্রেন্ডস সোসাইটি সভাপতি আরিফুজ্জা